ঘটক: প্রেমের বিয়ে শুনলে যাঁরা সবচেয়ে বেশি ছি ছি করেন!
পাত্রপাত্রী: পাত্র কাচের হতে পারে, কাঁসার কিংবা পিতলের হতে পারে, কিন্তু পাত্রী যে কিসের, সেটা বোঝা দায়।
আঁকা: শিখাআঁকা: শিখাশ্যালক-শ্যালিকা: গেট আটকে যাঁরা বরের পকেট কাটেন। এর মধ্যে যাঁরা একটু দয়ালু, তাঁরা বরকে এর বিনিময়ে এক গ্লাস ঝাল বা নোনতা শরবত অন্তত খেতে দেন।
মেকআপ আর্টিস্ট: এমবিবিএস পাস করলে
যাঁদের অনায়াসেই প্লাস্টিক সার্জন বলা যেত।
আঁকা: শিখাকাজি: আগে কাজিরা কারও মধ্যে ঝামেলা হলে বিচার করতেন, আর এখন তাঁরা বিয়ের নামে দুজনের মধ্যে সারা জীবনের ঝামেলার সূত্রপাত করেন।
আঁকা: শিখাওয়েডিং ফটোগ্রাফার: যাঁদের তোলা ছবি হাতে পাওয়ার পর মানি রিসিপ্টে নিজের নাম দেখে নিশ্চিত হতে হয় এটা নিজের নাকি অন্যের ছবি।
বিয়ের অতিথি: র্যাপিং করা বড়সড় কিন্তু হালকা একটা বাক্সকে যাঁরা এমনভাবে বহন করেন, যেন তাঁরা এর ভারে সোজা হয়ে হাঁটতেও পারছেন না।
লেখা: মহিউদ্দিন কাউসার
Leave a Reply