আমি শুধু মিথ্যা কথা বলি। এভাবেই আমি প্রশংসা থেকে রক্ষা পাই।
ডেভিড সেডারিস (জন্ম: ১৯৫৬)
মার্কিন রম্যলেখক
যারা অজুহাত তৈরিতে ভালো, তারা অন্য কিছুতে খুব একটা ভালো হয় না।
বেনজামিন ফ্রাঙ্কলিন (১৭০৬–১৭৯০)
মার্কিন বিজ্ঞানী
কিছু ব্যাপার আবছা থাকাই ভালো। যেমন জন্ম ও ভিসা বিল।
সোফি কিনসেলা (জন্ম: ১৯৬৯)
ইংরেজ লেখক
আপনি কি জানেন, কতটা অসহায় লাগে যখন আপনার হাতে একটি কফির কাপ থাকে এবং আপনি হাঁচি দিতে শুরু করেন?
জিন কের (১৯২২–২০০৩)
আইরিশ-মার্কিন লেখক
গ্রন্থনা: আলিয়া রিফাত
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র
Leave a Reply