আপনি যা, তা হয়েই সন্তুষ্ট থাকুন। যদি না আপনি সিরিয়াল কিলার হন।
এলেন ডিজেনারেস
জন্ম: ১৯৫৮
মার্কিন উপস্থাপিকা
যদি বলি আমি যেখানে আছি, সেখানে আসার জন্য অনেক পরিশ্রম করেছি, তাহলে মিথ্যে বলা হবে। আমি যে কোথায় আছি, সেটা সম্পর্কে আমার কোনো ধারণাই নেই।
জারদ কিনৎজ
জন্ম: ১৯৮২
মার্কিন লেখক
একটি মিথ্যা যতক্ষণে বেরিয়ে পুরো পৃথিবীর অর্ধেক ঘুরে ফেলে, সত্য ততক্ষণে প্যান্টটাও পরতে পারে না।
উইনস্টোন চার্চিল
(১৮৪৭–১৯৬৫)
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী
যদি বেশি খোলা মনের অধিকারী হন, তাহলে আপনার মগজ বাইরে পড়ে যেতে পারে।
লরেন্স ফারলিংগেটি
(জন্ম: ১৯১৯)
মার্কিন কবি
কখনো মুখ বন্ধ করার ভালো কোনো সুযোগ ছাড়বেন না।
উইল রজার্স (১৮৭৯–১৯৩৫)
মার্কিন কৌতুক অভিনেতা
গ্রন্থনা: আলিয়া রিফাত
সূত্র: ফানি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র
Leave a Reply