আমি বেশি ঘুমাই। আমার দোষ কী বলেন? আমার স্বপ্নগুলো বেশ দীর্ঘ। স্বপ্ন দেখার ওপর তো আমার হাত নেই!
আগের কিশোরেরা স্কুল পালাত; এখনকার কিশোরেরা কোচিং থেকে পালিয়ে স্কুলে যায়।
আগে পরীক্ষায় ফেল করলে মা–বাবা রিকশা কিনে দেওয়ার হুমকি দিত, এখন মোবাইল ফোন কেড়ে নেওয়ার হুমকি দেয়।
নিশ্চিত থাকুন, হলিউডি সিনেমার জম্বি আপনাকে কখনোই আক্রমণ করবে না। আমাকেও না! জম্বিরা তো শুধু মানুষের মগজ খায়।
প্রাচীন পৃথিবীতে সপ্তাশ্চর্য ছিল বিভিন্ন দেশে। এখন সব আশ্চর্য লুকিয়ে থাকে ফটোশপে।
ওয়েডিং ফটোগ্রাফি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গ্যাজেটস হলো বর-কনে।
আপনি বানোয়াট কিছু বললে সেটা মিথ্যা, আর অন্যরা বললে সেটি সাহিত্য।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র
Leave a Reply