* আমার বাসা থেকে অফিসে যেতে সময় লাগে চার ঘণ্টা, কিন্তু অফিস থেকে বাসায় যেতে সময় লাগে ৪০ মিনিট। সময় এলেই একেক সময় একেক আচরণ করে।
* আমি টাকার কাছে নিজেকে বিক্রি করে দিতে রাজি নই, তাই আমি অফিসে কাজ করি না।
* পথ হারিয়ে কাউকে জিজ্ঞেস করুন, ‘ভাই বড় রাস্তাটা কোন দিকে?’ উত্তর পাবেন, ‘এই তো, একটু সামনে।’
* আমার বাড়িওয়ালা ভাড়া নেওয়ার সময়ই কেবল বিনয়ী হন।
* দ্বিতীয় প্রেম আসলে অভিজ্ঞতা বনাম আবেগের যুদ্ধ।
* লেবুর পানীয়গুলোয় কৃত্রিম রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। মজার ব্যাপার হলো, আসল লেবুর রস ব্যবহার করা হয় বাসন-কোসন পরিষ্কারের জন্য ডিশ ওয়াশিংয়ে।
* শিক্ষক: তোমার প্রিয় বিষয় কী? শিক্ষার্থী: বাড়ি যাওয়া।
পূর্ববর্তী:
« বড় বড় বাড়িগুলো ঢুকে গেল
« বড় বড় বাড়িগুলো ঢুকে গেল
পরবর্তী:
বড় হওয়ার বই »
বড় হওয়ার বই »
Leave a Reply