বল তো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর আমলাদের মধ্যে অমিল কোথায়?
শিক্ষকেরা একজন ছাত্রকে আমলা হিসেবে তৈরি করেন, কিন্তু একজন আমলা কখনো শিক্ষক তৈরি করতে পারেন না।
তাহলে বল, এই দুজনের মধ্যে কে বেশি ক্ষমতাবান?
অবশ্যই আমলা ক্ষমতাবান। কারণ, একজন আমলা শিক্ষকদের বেতনে ভেটো দিতে পারেন, কিন্তু একজন শিক্ষক আমলাদের বেতনে ভেটো দিতে পারেন না।
এবার বল দেখি ছাত্রদের ওপর কার প্রভাব বেশি?
আমলারা শিক্ষক কেবল শেখাতে পারেন, চাকরি দিতে পারেন না, কিন্তু আমলারা চাইলে সেটাও দিতে পারেন!
তাহলে আমলা আর শিক্ষকদের মধ্যে কার কাজ বেশি?
আমলার কাজ বেশি। শিক্ষক শুধু পড়িয়েই খালাস, কিন্তু আমলাদের নিজেদের কাজ তো আছেই, পাশাপাশি শিক্ষকদের বেতন নিয়ে মাথা ঘামানো, দলীয় ছাত্রদের চাকরি নিশ্চিত করাসহ দেশের আরও কত গুরুত্বপূর্ণ কাজ যে তাঁদের করতে হয়, সেটা লিখতে গেলে পত্রিকার পাতায় কুলাবে না।
তাহলে শিক্ষকদের বেতন বাড়ানো নিয়ে আন্দোলন করা তো মোটেও উচিত হচ্ছে না, কী বলিস?
আসলেই উচিত না। তবে শিক্ষকেরা চাইলেই অন্য একটা আন্দোলন করতে পারেন। তাহলে আমলাদের সমর্থনও পাবেন।
কিসের আন্দোলন?
শিক্ষকদের উচিত নিজেদের বেতন বৃদ্ধি কিংবা পদমর্যাদার দাবি নিয়ে আন্দোলন বাদ দিয়ে আমলাদের বেতন বৃদ্ধি নিয়ে আন্দোলন করা। তবেই আমলারা শিক্ষকদের আন্দোলন সমর্থন করবেন, আমি নিশ্চিত!
–লেখা: মো. মিকসেতু
Leave a Reply