বাসায় ঢুকেই মৌমিতা হঠাৎ ছুট দিল। বেসিনের সামনে গিয়েই হড়হড় করে বমি করা শুরু করল। আমি তো বুঝতে পারছিলাম না কী ঘটছে! বমি তো বন্ধ হওয়ার কোনো নামগন্ধ নেই।
আন্টি ছুটে এলেন, ‘কিরে, তোর কী হয়েছে?’
মৌমিতা জবাব দেয় না, মাথা নিচু করে বেসিনের দিকে তাকিয়ে মাথায় পানি ঢালছে। আন্টি এবার জিগ্যেস করলেন, ‘সত্যি করে বল, তোর এই সর্বনাশ কে করেছে?’
ও কিছু না বলে আমার দিকে আঙুল দেখাল। আন্টি এসে আমার গালে কষে একটা চড় দিলেন, আমি তো হতভম্ব! এগুলো কী ঘটে চলছে আমার সঙ্গে?
—হারামজাদা! অসভ্য! তুই মৌমিতার ফ্রেন্ড হয়ে ওর এত বড় ক্ষতি করলি? আমি তোকে বিশ্বাস করতাম।
—আন্টি আপনি এসব কী বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না…!
—বেয়াদব! আমার মেয়ের এত বড় সর্বনাশ করে আবার ন্যাকামো করছিস!
এবার মৌমিতা বলে উঠল, ‘মা, তুমি ওকে কী বলছ? আমিই তো ওকে বলেছিলাম!’
—কী বলেছিলি?
—ও তো না করেছিল, আমি জেদ করেছিলাম রাস্তার পাশের মামা হালিম খাব। সেইটা খেয়েই তো আমার এই অবস্থা!
পূর্ববর্তী:
« সর্বনামের উদাহরণ
« সর্বনামের উদাহরণ
পরবর্তী:
সর্বশেষ ইঞ্জিনটি নষ্ট হলে »
সর্বশেষ ইঞ্জিনটি নষ্ট হলে »
Leave a Reply