ডাক্তারের ছেলে: পরীক্ষার কথা শুনলেই কেমন জানি জ্বর জ্বর লাগে, মাথা ব্যথা করে, গা ঝিমঝিম করে। কী যে করি!
মধ্যবিত্ত পরিবারের ছেলে: আমি যে প্রশ্নগুলা পারি না, সেগুলা পরীক্ষাতে আইব না, এই কথা কইয়া মনরে সান্ত্বনা দেই!
মাস্তান: যে হারামজাদা পরীক্ষা আবিষ্কার করছে সে মইরা গিয়া বাইচ্চা গেছে। কারণ, ও বাইচ্চা থাকলে আমি ওরে মাইরা ফালাইতাম।
বিশ্বপ্রেমিক: একটা পরীক্ষা দেওয়ার কষ্ট, ১০০ ছ্যাঁকা খাওয়ার কষ্টের চেয়ে বেশি।
কবি: রবীন্দ্র, নজরুল ইন্টার পরীক্ষা দিয়েছিল কি কোনো কালে? ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল মোর ভালে।
নৈরাশ্যবাদী: ২০১২ সালে পৃথিবীটা ধ্বংস হয়ে গেলেই ভালো হতো। তাও তো এই কষ্ট থেকে মুক্তি পেতাম।
আশাবাদী: এবারের পরীক্ষার প্রশ্ন আশা করি সহজ হবে, আর পাস করতে না পারলেও কোনো সমস্যা নেই, কারণ, একবার না পারিলে দেখো শতবার।
–পরীক্ষার্থীদের ফেসবুক স্ট্যাটাসগুলো সংগ্রহ করেছেন বিশিষ্ট পরীক্ষার্থী আজিজুল গাফফার
Leave a Reply