ছেলে: বাবা বাবা, আমি বড় হয়ে ব্লগ লিখব।
বাবা: কী? তোর জন্য আমার হার্টে ব্লক, জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে ব্লক, অন্য দিকে পাশের বাড়ির লোক তার মেয়ের দিকে তোর কুদৃষ্টির জন্য দেয়াল তুলে আমাদের সীমানা ব্লক করছে। চারদিকে ব্লক আর ব্লক। আর তুই কী হবি?
ছেলে: বাবা, আমি ইন্টারনেটে লেখালেখি করব।
বাবা: তুই ইন্টারনেটও ব্লক কইরা দিবি?
ছেলে: বাবা এটা ব্লগ। ‘ক’ না, এটা ‘গ’।
বাবা: তুই আমাকে এখন ‘ক’ ‘গ’ শেখাতে আসছিস? এই ছিল কপালে? কী আর করা, জন্ম দিছি এক পাগল।আমি যাই হৃদরোগ ইনস্টিটিউটে, আর তুই মানসিক হাসপাতালে যা।
ছেলে: ব্লগের শিরোনামটা পেয়ে গেছি বাবা। বাপ-ছেলে জাঁতাকলে, তারা এখন হাসপাতালে।
বাবা: বুকে ব্যথা…
— তানভীর মাহমুদুল হাসান
Leave a Reply