অ্যানাটমি ডিসেকশন ক্লাসে লাশ কেটে কেটে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ সম্পর্কে শেখানো হয়। এই লাশগুলো সাধারণত বেওয়ারিশ হিসেবে পাওয়া। এ রকম একটা ক্লাসে একটা লাশ কেটে কেটে স্যার বিভিন্ন বিষয় নিয়ে পড়াচ্ছিলেন। হঠাৎ স্যার কিডনির জায়গাটায় হাত দিয়ে দেখলেন কিডনিগুলো নেই। সম্ভবত অন্য কোনো গ্রুপে কিডনি নিয়ে পড়ানোর জন্য ওটা কেটে নেওয়া হয়েছিল। স্যার তখন বললেন, রফিককে ডাকো। রফিক ছিলেন লাশ সংরক্ষণের দায়িত্বে থাকা একজন কর্মচারী। রফিক আসতেই স্যার বললেন, ‘রফিক, একটা কিডনি দাও তো।’
ক্লাসের পেছনের দিকে বসা জাভেদ তখন সশব্দে বলে উঠল, ‘কেন স্যার, ওই কিডনিটা এনে ট্রান্সপ্ল্যান্ট করে একে বাঁচিয়ে তুলবেন নাকি?’
— মহিউদ্দিন কাউসার
Leave a Reply