: হ্যালো
: কে বলছেন?
: আঙ্কেল, আপনি আমাকে চিনবেন না। তবে আপনার মেয়ে ছায়াছবি আমাদের হাতে এখন বন্দী।
:হোয়াট দ্য…! কী বলছ এসব?
: জি আঙ্কেল। আমার দাবি মাত্র ২০ লাখ টাকা। টাকাটা আজকের মধ্যে পাঠিয়ে দিন। আপনার মেয়ে হাসতে হাসতে আপনার বাড়িতে চলে যাবে।
:যদি না দিই?
: না দিলে কী আর করা? দুই দিন সময় দিলাম আঙ্কেল। এর মধ্যে যদি টাকাটা না পাই, তবে… আপনার মেয়েকে ছেড়ে দেব। তাকে বসিয়ে বসিয়ে খাওয়ানোর তো কোনো মানে হয় না। এর মধ্যে আবার বাংলিশ কথা বলতে বলতে মাথা খেয়ে ফেলছে। কী অসহ্য যন্ত্রণা!
: বদের দল। একটি টাকাও পাবে না।
: পাব না?
: না।
: ধুত্তুরি! আপনার মেয়েকে আজকেই পাঠিয়ে দিচ্ছি। আর আঙ্কেল, কিপটামি ছাড়েন। এই মেয়ে, যাও বাড়ি যাও।
: আমাকে ইউ চেনো না। আমি কার ডটার, ইউ নো…ইউ ই…!
: ধুত…
— আহমেদ ইশতিয়াক
Leave a Reply