‘এর জন্য কী কী করতে হবে আমাকে?’
‘তিলকে তাল বানানো শিখতে হবে।’
‘বুঝেছি।’
‘কালোকে বলতে হবে সাদা।’
‘বললেও তো বিশ্বাস করবে না কেউ।’
‘তুমি বলতেই থাকো। বলতে বলতে গলা শুকিয়ে যাক। তুমি আরও বিশ্বাসযোগ্যভাবে বলো।’
‘তার পরে?’
‘পরে বলবে ঠিক তার উল্টোটা এবং বলতেই থাকবে জোর গলায়।’
‘লোকে তো পাগল ভাববে!’
‘ভাববে না। মনে করবে, এটাই স্বাভাবিক।’
‘তার পরে?’
‘বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে হবে।’
‘কিন্তু সেটা তো…’
‘প্রয়োজনবোধে নিজের পিতা সম্পর্কে বাজে কথা বলবে।’
‘কিন্তু…’
‘এর পরে অবিশ্বস্ত হবে মায়ের প্রতি।’
‘কিন্তু এসব করা তো সম্ভব নয়।’
‘তুমি ভেবেছিলে, রাজনীতিবিদ হওয়া এতই সহজ?’
পূর্ববর্তী:
« শিক্ষা
« শিক্ষা
পরবর্তী:
শিক্ষাগত যোগ্যতা »
শিক্ষাগত যোগ্যতা »
Leave a Reply