কদিন হলো রাতের বেলা ভোলার খেতের ধান খেয়ে যাচ্ছে পাশের বাড়ির রহিম শেখের গরু। কিছু বললে শেখের এক উত্তর, অবলা গরু!
অবশেষে একদিন শোনা গেল, ভোলাও গরু কিনেছে। আর পরদিনই রাতের আঁধারে শেখের মাঠ পুরো সাফ করে দিল ভোলার গরু। শেখ এল ভোলার বাড়ি।
শেখ: ও ভোলা, ফসলের দাম দে।
ভোলা: অবলা গরু!
শেখ: বটে! গরু কেনার টাকা পেলি কই?
ভোলা: কেন? তোমার ফসল বেচে।
শেখ: তবে গরু খেল কী?
ভোলা: সেই টাকার খইল আর ভুসি।
শেখ: তাহলে আমার ফসল?
ভোলা: সে আর আমি কী জানি? জানে কেবল তোমার গরু আর আমার গরু। ছেড়ে দাও ওদের কথা। হাজার হোক অবলা!
পূর্ববর্তী:
« অবজার্বেশন পাওয়ার এর টেস্ট
« অবজার্বেশন পাওয়ার এর টেস্ট
পরবর্তী:
অবশেষে তুমি এলে »
অবশেষে তুমি এলে »
Leave a Reply