শেষবার একজন নারীর ভেতরে ছিলাম, যখন আমি স্ট্যাচু অব লিবার্টি দেখতে যাই।
উডি অ্যালেন, মার্কিন লেখক, পরিচালক ও অভিনয়শিল্পী
ইনসমনিয়া থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রচুর পরিমাণে ঘুমানো।
ডব্লিউ সি ফিল্ডস, মার্কিন কৌতুকাভিনেতা
আপনার বাবা-মা যদি নিঃসন্তান হয়, তবে আপনারও নিঃসন্তান হওয়ার সম্ভাবনা আছে।
ডিক ক্যাভেট, মার্কিন টিভি উপস্থাপক
বাড়ির কাজকর্ম মৃত্যুর কারণ হতে পারে না, তবে সেধে সেধে কেন ঝুঁকি নিতে যাবেন!
ফাইলিস ডিলার, মার্কিন অভিনয়শিল্পী
তারা বলে, কেউই পারফেক্ট নয়। আবার বলে, চর্চা করলে পারফেক্ট হওয়া সম্ভব। আমার মনে হয়, যারা এসব বলে তাদের আগে মনস্থির করা উচিত।
উইল্ট চেম্বারলাইন, মার্কিন বাস্কেটবল খেলোয়াড়
আমি আমার ডাক্তারকে বললাম, দুই জায়গায় পা ভেঙেছে আমার। তিনি বললেন, ওই দুই জায়গায় আর যাবেন না!
হেনি ইয়ংম্যান, মার্কিন কমেডিয়ান এবং বেহালাবাদক
তারুণ্য ধরে রাখতে হলে আপনাকে সৎ হতে হবে, খেতে হবে মেপে মেপে এবং মিথ্যে বলতে হবে আপনার বয়স সম্পর্কে।
লুসিল বল, মার্কিন অভিনয়শিল্পী
Leave a Reply