একি, তোমার গালে লিপস্টিকের দাগ?
না মানে, আমদের কলিগ মাখন ভাইয়ের ছোট্ট মেয়েটাকে কোলে নিয়েছিলাম তো। কী যুগ এসেছে, দেড় বছরের মেয়েরাও আজকাল লিপস্টিক লাগায়।
একি, তোমার গালে লিপস্টিকের দাগ?
ও এই কথা, অফিসে আজ ড্রেস অ্যাজ ইউ লাইকে পার্টিসিপেট করেছিলাম। মুখে হালকা রংটং দিতে হলো। ভালো করে ধোয়া হয়নি মনে হয়।
এ কি, তোমার গালে লিপস্টিকের দাগ?
এফডিসিতে গিয়েছিলাম। নায়ক ছাকিফ খানের সঙ্গে দেখা হতেই কোলাকুলি করলাম। এরাও দেখি শুটিংয়ের সময় মেয়েদের মতো লিপস্টিক পরে। কী হাস্যকর বলো তো!
একি, তোমার গালে লিপস্টিকের দাগ?
আরে না, লিপস্টিক হবে কেন? রিটায়ার করার পর একটি বাড়ি করব বলে রঙের দোকানে একটু ঢুঁ মেরে এলাম। রিয়াটারমেন্টের তো আর মাত্র ১০ বছর বাকি। ওখান থেকেই হয়তো গালে রংটং লেগেছে।
একি, তোমার গালে লিপস্টিকের দাগ?
হাঃ হাঃ, কী যা-তা বলছ। একটা ব্রন হয়েছিল ওখানে, চিকিৎসকের পরামর্শে অয়েন্টমেন্ট লাগিয়েছি। অয়েন্টমেন্টের রংটা একটু লাল ছিল। হাই পাওয়ারের অয়েন্টমেন্ট তো!
একি, তোমার গালে লিপস্টিকের দাগ?
ও, এটা নিশ্চয়ই শফিকের কাজ। তোমার কাছে আমাকে ফাঁসানোর জন্যই আমার অজান্তে গালে এটা লাগিয়ে দিয়েছে। ওই যে মনে নেই? আগে একবার আমার শার্টে একটা লম্বা চুল দিয়ে তোমার কাছে ফাঁসিয়েছিল, তুমি তো বিশ্বাসই করতে চাও না।
লেখা: মহিউদ্দিন কাউসার
Leave a Reply