‘দেখলে তো, সেঞ্চুরিটা করেই ফেললাম!’ টেলিফোনে বিজয় তার বান্ধবী ইভাকে বলল।
‘কচু! ঝড়ে বক পড়ে আর ফকিরের কেরামতি বাড়ে।’ ব্যঙ্গ করল ইভা।
‘তার মানে!’
‘মানে হচ্ছে, প্রথম প্রথম সবাই একটাই করে। তারপর আর পারে না।’
‘তুমি বলছ আমি আর সেঞ্চুরি করব না।’
‘করতে পারো ভবিষ্যতে। তবে এবার আর পারবে না। দশ টাকার বাজি।’
‘মাত্র ১০ টাকা। এত কিপটে তুমি!’
‘আচ্ছা যাও, ১০০ টাকা বাজি!’
‘১০০ টাকায় কী হয়?’
‘আচ্ছা, ঠিক আছে এক হাজার টাকা বাজি। এর বেশি পারব না। গরিব মানুষ।’
‘ওকে। তোমার টাকা দিয়ে তোমাকেই চায়নিজ খাওয়াব।’ হাসতে হাসতে কথা দিল ক্রিকেটার বিজয়।
কয়েক দিন পর।
‘সেঞ্চুরি তো আবার করে ফেললাম।’
‘ওকে বাবা, মানছি, তুমি ভালো ক্রিকেটার।’
‘বাজি কিন্তু হেরে গেলে।’
‘মোটেও না। আমার দশটা বান্ধবীর সঙ্গে এক হাজার টাকা করে বাজি ধরেছিলাম যে তুমি আবার সেঞ্চুরি করবে। ওরা বলেছিল, তুমি পারবে না। বাজি ধরে আমি ১০ হাজার টাকা জিতেছি। তার মধ্য থেকে এক হাজার টাকা তুমি পেতেই পারো।’ হাসতে হাসতে বলল ইভা।
–বিশ্বজিৎ দাস
Leave a Reply