স্বামী বাসায় ফিরল ভোরবেলা। তার সঙ্গে স্ত্রীর বিনিময় হলো নিম্নলিখিত সংলাপ—
স্ত্রী: এখন নিশ্চয়ই গল্প ঝাড়বে, বন্ধুদের সঙ্গে লাইব্রেরিতে গিয়েছিলাম…
স্বামী: তাই তো! ঠিকই তো বলেছ। বন্ধুদের সঙ্গে লাইব্রেরিতে গিয়েছিলাম…
স্ত্রী: তা তো বটেই! লাইব্রেরিতে গিয়ে একটা করে বই নিলে সকলে…
স্বামী: ঠিক বলেছ, লাইব্রেরিতে গিয়ে একটা করে বই নিয়েছি সকলে…
স্ত্রী: পরে আরও একটা করে…
স্বামী: ঠিক বলেছ। আরও একটা করে…
স্ত্রী: পরে আরও একটা…
স্বামী: ঠিক! পরে আরও একটা…
স্ত্রী: তারপর আবার একটা, আরও একটা, আরও একটা…
স্বামী: সবই তো ঠিক বলছ! আবার একটা, আরও একটা, আরও একটা…
স্ত্রী: এর পরে তোমরা ফোন করে গোটা দুই পুরোনো বন্ধুকে ডেকে এনেছ, তারপর আরও কয়েকটা বই নিয়ে রিডিং রুমে গেছ…
স্বামী: একদম ঠিক। রিডিং রুমে। তবে বন্ধুরা পুরোনো হলেও বয়স কিন্তু অত বেশি না।
স্ত্রী: হু, তারপর বন্ধুদের সঙ্গে যৌবনকালের স্মৃতিচারণা করেছ…
স্বামী: অবশ্যই। স্মৃতিচারণা করেছি একবার, দুবার, তিনবার…সাকল্যে বার দশেক।
স্ত্রী: দশবার? সত্যি বলছ?
স্বামী: অবশ্যই সত্যি বলছি। বার দশেক তো বটেই, এমনকি এগারোবারও হতে পারে…
স্ত্রী: তাহলে আমারই ভুল হয়েছে। আমি দুঃখিত, অনর্থক সন্দেহ পোষণের জন্য। আমি তো ধরেই নিয়েছিলাম, বন্ধুদের সঙ্গে ভোদকা গিলেছ, তারপর সকাল পর্যন্ত ছিলে বারবণিতাদের সঙ্গে…
স্বামী: তুমি সব সময় আমার সম্পর্কে খারাপ ধারণা করো! হয়েছে একেবারেই উল্টোটা—ভোদকা খেয়েছি বারবণিতাদের সঙ্গে, তারপর ভোর পর্যন্ত বন্ধুদের সঙ্গে আড্ডা…
পূর্ববর্তী:
« ফাঁদ – আ. তেদেস্কি
« ফাঁদ – আ. তেদেস্কি
পরবর্তী:
ফাঁসির আগে শেষ ইচ্ছা »
ফাঁসির আগে শেষ ইচ্ছা »
Leave a Reply