‘দুই দু গুণে কত?’ জিজ্ঞেস করলাম। ‘জানি না’, বলল।
বিস্ময়ে আমি চোখ পিটপিট করে তাকালাম তার দিকে।
‘তুমি তো জানতে’, আদর করে বললাম।
‘ভুলে গেছি’, উত্তর দিল।
আমি তাকে মনে করিয়ে দিলাম, ‘দুয়ে দুয়ে যত হয়, তত।’
‘ওহ্, বুঝেছি। ঘেউ-ঘেউ ঘেউ-ঘেউ।’
‘সাব্বাস,’ আমার প্রশংসা শুনে লেজ নাড়াল সে।
দর্শক হাততালি দিয়ে উঠল।
পূর্ববর্তী:
« দুই টাকায় চুল মেরামত
« দুই টাকায় চুল মেরামত
পরবর্তী:
দুই প্রতিবেশিনী – ফেলিক্স ক্রিভিন »
দুই প্রতিবেশিনী – ফেলিক্স ক্রিভিন »
Leave a Reply