সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের সঙ্গে এক মহিলার কথোপকথন—
মহিলা: আমার এখানে স্ক্রিনে একটা নোটিশ দেখাচ্ছে, ‘আপনার পাসওয়ার্ডের মেয়াদ তিন দিন পরে শেষ হতে চলেছে। আপনি কি নতুন পাসওয়ার্ড স্থাপন করতে চান? হ্যাঁ – না।’ কোনটা টিপব?
সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর: আপনি কি নতুন পাসওয়ার্ড বসাতে চান?
মহিলা: ঠিক জানি না। মনে হয়, চাই।
সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর: তাহলে কোন বাটন টিপতে হবে?
মহিলা: ‘না’ বাটন?
সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর: ‘না’ বাটন কেন? আপনি তো পাসওয়ার্ড বদলাতে চান, তাই না?
মহিলা: হ্যাঁ।
সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর: তাহলে কোন বাটন টিপতে হবে?
মহিলা: জানি না। আপনার কী মনে হয়?
সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর: নির্দিষ্ট করে বলুন, আপনি নতুন পাসওয়ার্ড চান, নাকি চান না?
মহিলা: চাই।
সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর: তাহলে কোন বাটন টিপতে হবে?
মহিলা: আমি কোত্থেকে জানব! আপনি আমার মাথা খারাপ করে দিচ্ছেন কেন! কী টিপতে হবে, আপনিই বলে দিন না!
সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর: আপনার স্ক্রিনে কী লেখা আছে, সেটা আমাকে পড়ে শোনান এবং উত্তর দিন।
মহিলা: ‘আপনার পাসওয়ার্ডের মেয়াদ তিন দিন পরে শেষ হতে চলেছে। আপনি কি নতুন পাসওয়ার্ড স্থাপন করতে চান? হ্যাঁ – না।’ আমার উত্তর: চাই।
সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর: হ্যাঁ নাকি না?
মহিলা: হ্যাঁ।
সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর: তাহলে কোন বাটনটা টিপতে হবে?
মহিলা: জানি না। সম্ভবত ‘না’।
পূর্ববর্তী:
« রবীন্দ্রনাথের ধাঁধা
« রবীন্দ্রনাথের ধাঁধা
পরবর্তী:
রস+আলোতে প্রকাশিত কিছু উল্লেখযোগ্য বাণী »
রস+আলোতে প্রকাশিত কিছু উল্লেখযোগ্য বাণী »
Leave a Reply