প্রতিটি পার্টিতে দুই ধরনের মানুষ থাকে। যারা বাড়িতে যেতে চায় আর যারা চায় না। সমস্যা হলো তারা সাধারণত পরস্পরের জীবনসঙ্গী।
অ্যান লান্ডার্স, মার্কিন কলামিস্ট।
মানুষের মস্তিষ্ক খুবই চমৎকার। এটি জন্মের সঙ্গে সঙ্গেই কাজ করতে শুরু করে এবং জনসমক্ষে কথা বলতে দাঁড়ানোর আগ পর্যন্ত কখনোই থামে না।
জর্জ জেসেল, মার্কিন লেখক, গীতিকার।
সময়ানুবর্তিতার সমস্যা হলো প্রশংসা করার জন্য কেউ কখনো কোথাও থাকে না।
ফ্রাঙ্কলিন পি জোনস, মার্কিন সাংবাদিক।
আশা করি, আমি মারা যাওয়ার পর মানুষ আমার কথা বলবে। বলবে, এই লোকের কাছে আমি নির্ঘাত টাকা পাই।
জ্যাক হ্যান্ডি, মার্কিন রম্যলেখক।
আমার যা বয়স তাতে আমার এখন দুজন মেয়ে প্রয়োজন। পাছে যদি আমি ঘুমিয়ে পড়ি তারা অন্তত কথা বলার মতো কাউকে পাবে।
রডনি ডেঞ্জারফিল্ড, মার্কিন কৌতুক অভিনেতা।
আমার কাছে বাকি জীবন চলার মতো যথেষ্ট টাকা আছে, যদি না আমি কিছু কিনি।
জ্যাকি ম্যাসন, মার্কিন কৌতুক অভিনেতা।
অভিজ্ঞতা একটি চমৎকার জিনিস। এটি আপনাকে আপনার ভুলগুলো চিনতে সাহায্য করে, যখন আপনি তা আবার করেন।
ফ্রাঙ্কলিন পি জোনস, মার্কিন লেখক, সাংবাদিক।
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ১৯, ২০১২
Leave a Reply