বলুন তো চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য কী?
একজনের মায়ের বড় গলা, আরেকজনের মায়ের সাধারণ গলা!
মানুষ পড়ালেখা করে শিক্ষিত হয় আর শিক্ষিত হয়ে ঘুষের দায়ে দুর্নীতি করে কেন?
সেই শিক্ষাকে কাজে লাগানোর চেষ্টা আরকি!
কোন কাল বেশি ভালো, গরমকাল না শীতকাল?
কাল হয়ে না দাঁড়ালে সব কালই ভালো!
ঘোড়ার ডিম দেখতে কেমন?
খুবই সুন্দর, বড় আর খুবই রেয়ার, এই পর্যন্ত একটাও পাওয়া যায়নি।
শীত কাকে বলে?
যখন লোডশেডিং নিয়ে মানুষ অতটা ভাবে না তাকে শীত বলে।
মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার…?
যেটা ভাবছেন সেটা না, এই কবিতাটা এখনকার মেঘের জানা নেই!
বাংলাদেশে বেকারত্বের হার বাড়ছে কেন?
সবকিছুর সঙ্গে পাল্লা দিচ্ছে তো, না বাড়লে মান-সম্মান থাকবে?
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ১৯, ২০১২
Leave a Reply