স্ত্রীর বন্ধুর চেয়ে বন্ধুর স্ত্রী উত্তম।
রাজনীতিবিদেরা কত কিছু করার প্রতিশ্রুতি দেন জনগণকে! জনগণ তবু তৃপ্ত নয়।
চিকিৎসকদের দুটি কামনা:
১. দরিদ্র ব্যক্তিরা যেন কখনো রোগাক্রান্ত না হয়।
২. ধনীরা যেন কখনো পুরোপুরি সুস্থ না হয়।
নিয়মিত মুরগির ঘরে যায় বলেই কি মুরগিদের অধিকার রক্ষার দায়িত্ব শিয়াল পেতে পারে?
যে বইটি প্রকাশের পর সবচেয়ে বেশি আলোচনা হয়, কথা হয়, সেটা হচ্ছে টেলিফোন বুক।
মানুষে মানুষে সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা হয় পিক আওয়ারে।
বিবেকের দংশনে রাতের নিদ্রা ব্যাহত হয়? দিনের বেলা ঘুমান।
মাথা না চুলকালেও পরিবারের কর্তাকে থেকে থেকেই মাথা চুলকাতে হয়।
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ১৯, ২০১২
Leave a Reply