প্রথম পর্যায়: সারা রাত হইচই করো, মদ্যপান করো, যা খুশি তা-ই করো; কিন্তু সকালে তোমাকে দেখে কিছুই বোঝা যায় না।
দ্বিতীয় পর্যায়: সারা রাত হইচই করো, মদ্যপান করো, যা খুশি তা-ই করো; সকালে তোমাকে দেখলেই সেটা বোঝা যায়।
তৃতীয় পর্যায়: সারা রাত ঘুমাও, হইচই করো না, মদ্যপান করো না, বস্তুত একেবারেই কিছু করো না; কিন্তু সকালে তোমার চেহারা দেখলে মনে হয়, যেন সারা রাত হইচই করেছ, মদ্যপান করেছ, যা খুশি তা-ই করেছ।
সংকলন ও অনুবাদ: মাসুদ মাহমুদ
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ১২, ২০১২
Leave a Reply