কখনোই আপনার গাড়ির জানালার চেয়ে বেশিসংখ্যক সন্তান নেবেন না।
এর্মা বোম্বেক, মার্কিন লেখিকা
আমি জানলাম যে আমি একটি অনাকাঙ্ক্ষিত শিশু, যখন দেখলাম গোসলের সময় আমার খেলনা ছিল একটা টোস্টার আর রেডিও।
জোন রিভারস, মার্কিন টিভি তারকা
জীবন খুবই কঠিন। মোটের ওপর আপনাকে এটা মেরে ফেলে।
ক্যাথরিন হেপবার্ন, মার্কিন অভিনেত্রী
সত্য যদি তত্ত্বের সঙ্গে না মেলে, তাহলে সত্য বদলে ফেলুন।
আলবার্ট আইনস্টাইন, জার্মান বিজ্ঞানী
শুধু আপনার অজ্ঞতার পরিমাণ অনুধাবন করতেও যথেষ্ট জ্ঞানের প্রয়োজন ।
থমাস সোয়েল, মার্কিন অর্থনীতিবিদ।
আমি কখনোই সেই ক্লাবে জয়েন করব না, যার সদস্য আমি।
গ্রুশো মার্ক্স, মার্কিন কৌতুক অভিনেতা।
যেসব মানুষ মনে করে যে তারা সব জানে, তারা খুবই বিরক্তিকর সেসব মানুষের কাছে যারা আসলেই জানে।
আইজাক আসিমভ, মার্কিন সায়েন্স ফিকশন লেখক
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ১২, ২০১২
Leave a Reply