বিশ্ববিদ্যালয়গুলোতে কেন সেশনজট হয়?
ছাত্র-ছাত্রীরা যাতে বেশিদিন বিশ্ববিদ্যালয় লাইফ এনজয় করতে পারে!
পর্যটক আর পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে পার্থক্য কি?
পর্যটক ঘোরে নিজের পকেটের টাকায় আর পররাষ্ট্রমন্ত্রী ঘোরেন জনগণের টাকায়!
বলুন তো কখন অসুখ হয়?
যখন সুখে থাকতে আর ভালো লাগে না!
বাংলাদেশের আইন ও বিধিবিধানের ব্যাখ্যা ও ব্যবহার কেমন?
খুবই ভালো, একেবারে সরকারি!
ফিফা ও আইসিসির মতো ছাত্রলীগের কর্মীদের কবে বর্ষসেরা পুরস্কার দেওয়া হবে?
দেওয়া হয় তো! এই যে এত নেতা দেখছেন তাঁরা কীভাবে এলেন!
কখন দুই নৌকায় পা রাখলে বিপদ হয়?
যখন পা দুটো যথেষ্ট লম্বা আর শক্তিশালী না হয়
ফুটওভারব্রিজ, আন্ডারপাস থাকতে আমরা ডিভাইডার দিয়ে রাস্তা পার হই কেন?
এইগুলো কি রাস্তা পার হওয়ার জন্য নাকি! এগুলো তো জানতাম ফেরিওয়ালাদের জন্য!!
–সূত্রঃ প্রথম আলো, নভেম্বর ০৫, ২০১২
Leave a Reply