এটা বাবা-ছেলের গল্প। মনে হলেই আমার হাসি পায়।
এক বাচ্চা ছেলে তার বাবাকে বলল, ‘বাবা, আমার চোখে সমস্যা হয়েছে। দূরের জিনিস একদম দেখি না। আমাকে চশমা কিনে দাও।’
বাবা চমকে উঠলেন। ‘বলিস কী বাবা! চল তো বাইরে গিয়ে পরীক্ষা করি।’
বাবা-ছেলে বাইরে বের হলো। ছেলে আকাশের দিকে তাকিয়ে হাত তুলে বলল, ‘বাবা, ওইটা কী?’
বাবা বললেন, ‘ওটা তারা। তুই দেখতে পাচ্ছিস?’
‘হুঁ, দেখতে পাচ্ছি।’ উত্তর দিল ছেলে।
বাবা বললেন, ‘বাপধন, আর কত দূরের জিনিস দেখতে চাস তুই?’
–চৌধুরী জাফরউল্লাহ শারাফাত
Leave a Reply