আমার এক বড় ভাই যেকোনো বিষয়ে প্রচুর হাসাহাসি করেন। ওনার হাসি দেখে আমরাও খুব মজা পাই। একবার তাঁর এই বেশি হাসির কারণ জানতে চাইলাম। উনি যা বললেন, তা এ রকম—
‘শুধু আমি না, পৃথিবীর অনেক মানুষই প্রচুর হাসেন। যাঁরা প্রচুর হাসেন, তাঁরা মূলত তিন কারণে হাসেন। প্রথমবার হাসেন কোনো কিছু না বুঝে, দ্বিতীয়বার হাসেন বুঝে আর তৃতীয়বার হাসেন প্রথমবার যে না বুঝে হেসেছিলেন, এটা ভেবে।’
–তাহসান খান
Leave a Reply