আমার বাসার মোড়ের পানের দোকান পার হতে গেলেই এই কৌতুকটা মনে পড়ে।
একবার আবুল তার বন্ধু হারুনকে নিয়ে হাঁটতে বের হয়েছে।
গলির মোড়ের পানের দোকানের সামনে দাঁড়িয়ে আবুল বলল, ‘দেখি, একটা পান দ্যান তো।’
পানের দোকানদার স্বভাবতই জানতে চাইলেন, ‘কী দিয়ে খাবেন?’
আবুল বলল, ‘দাঁত দিয়ে।’
: না, আমি জানতে চাইলাম কীভাবে খাবেন?
: কেন, চিবিয়ে খাব। উত্তর দিল আবুল।
: আরে, আমি বললাম সঙ্গে কী খান?
: তিনি হারুন খান, আমার বন্ধু।
: ভাই, আমি বললাম আপনি কী জর্দা খান?
: না, আমি আবুল খান।
–ফারুক আহমেদ
Leave a Reply