কিছুদিন আগে আমার প্রিয় মানুষ হুমায়ূন আহমেদের জন্মদিন গেল। তাঁকে নিয়ে একটা মজার ঘটনা বলি।
বছর কয়েক আগে আমাকে একটা বই উত্সর্গ করলেন হুমায়ূন আহমেদ। বইয়ের নাম লিলুয়া বাতাস। এই ঘটনা শুনলাম স্বাধীন (খসরু) ভাইয়ের কাছে। শুনে আমি বেশ উত্তেজিত। খুশি তো বটেই। ভাবলাম হুমায়ূন ভাইয়ের সঙ্গে একবার দেখা করে আসি। যাওয়ার সময় কী নেব, ভেবে কয়েক কেজি মিষ্টি নিলাম। বাসায় পৌঁছে দোরঘণ্টি বাজাতেই উনি নিজে এসে দরজা খুলে দিলেন। কুশল বিনিময় করে জানতে চাইলেন মিষ্টি কেন?
আমি বললাম, হুমায়ূন ভাই, আপনি আমার নামে বই উত্সর্গ করেছেন। এই খুশিতে।
তিনি প্রচণ্ড সিরিয়াস হয়ে গেলেন, বললেন, ‘জীবনে তো পাঁচ পয়সার জিনিস আমাকে দিলা না। এখন আসছ ঘুষ দিতে। যাও ভাগো, তোমার ঘুষের দরকার নাই। আমি ঘুষ খাই না।’
আমি হতভম্ব হয়ে গেলাম। মুখে কোনো কথা নেই। তিনি সমানে বলে যাচ্ছেন। আমার কান্না পাওয়ার মতো অবস্থা। হুমায়ূন ভাইকে এর আগে এত সিরিয়াস ভঙ্গিতে রাগ করতে দেখিনি। আমি ভয় পেলাম বেশ। বাধ্য হয়ে মিষ্টির প্যাকেট হাতে নিয়ে ফিরে আসার জন্য লিফটের সামনে দাঁড়ালাম।
ঠিক ওই মুহূর্তে তিনি দৌড়ে এলেন। হাত ধরে বললেন, ‘ফারুক, তুমি মজাও বোঝো না। আসো, ভেতরে আসো।’ তারপর হাসিমুখে ভেতরে নিয়ে গেলেন। অনেকক্ষণ গল্প করলেন। নিজের হাতে চা বানিয়ে খাওয়ালেন।
–ফারুক আহমেদ
Leave a Reply