শুধু একটুখানি চাওয়া—
আর একটুখানি পাওয়া,
সেই আবেশে হোনা মধুর
আমার এ গান গাওয়া।
নদী যেমন করে এসে
নীল সাগরে মেশে
তেমন করেই তোমার মাঝে
আমার মিশে যাওয়া।
জানিনা কোথায় ভেসে যাই,
কোন সে দূরে আজ দুজনে
হারিয়ে যেতে চাই।
কোন্ সে কুলে শেষ হবে এই
সোনার তরী বাওয়া।
এই স্বপ্ন ভরা দেশে,
যাক্না কেন হেসে,
নতুন গানের স্বরলিপি
লেখে দখিণ হাওয়া
ছন্দে তারই হেনা মধুর
তোমার কাছে পাওয়া।
———
লুকোচুরি\’ কথাচিত্রের গান।
শিল্পী : গীতা দত্ত।
সুর : হেমন্ত মুখোপাধ্যায়।
Leave a Reply