আমার করিম চাচা নিজেকে খুব পণ্ডিত মনে করেন। একবার আমার গিট্টু মামা লন্ডন যাবেন। চাচাকে জিজ্ঞেস করলেন, ‘আমি তো বিদেশ যাচ্ছি। আপনার জন্য কী আনব বলেন?’
চাচা বললেন, ‘আমার জন্য কিছু মাটি নিয়ে আইসো।’
গিট্টু মামা তো অবাক। ‘কেন? মানুষ সাবান-শ্যাম্পু কত কী আনতে বলে। আর আপনি কি না বললেন মাটি! কী করবেন মাটি দিয়ে?’
করিম চাচা বললেন, ‘মাটির ওপর দাঁড়াব। তারপর মানুষজনকে বলব, “আমিও একবার বিদেশের মাটিতে পা রাখছিলাম।”’
–শশী
Leave a Reply