পড়াশোনার অবস্থা দেখে নিশ্চয়ই বুঝেছেন আমার ক্যারিয়ারের অবস্থা। টেনেটুনে পড়াশোনা শেষ করে আর কিছু হচ্ছে না। মানে ক্যারিয়ার বলতে কিছু নেই। কিন্তু বিয়েরও তো বয়স হয়েছে। এমন ছেলের কাছে কেই-বা মেয়ে বিয়ে দিতে চায়, বলুন।
অনেক কষ্টে বাসা থেকে একটা মেয়ে ঠিক করা হলো।
আমিসহ পরিবারের সবাই মেয়ে দেখতে গেছি।
খানিক বাদে মেয়ে এল সামনে। আমরা তো দেখে অবাক।
মেয়েকে আমাদের সামনে আনা হয়েছে সুইমিং কস্টিউম পরিয়ে।
মেয়ের বাবার কাছে জানতে চাইলাম, এমন পোশাকে মেয়েকে সামনে আনার কারণ কী?
মেয়ের বাবা উত্তর দিলেন, ‘না মানে, তোমার সঙ্গে মেয়ে বিয়ে দেওয়া মানে তো জলে ফেলে দেওয়া, তাই আগে থেকেই প্রস্তুত করে দিলাম।’
–আবু হেনা
Leave a Reply