হন্তদন্ত হয়ে এক ব্যক্তি থানায় এসেছেন। থানার ওসির সামনের চেয়ারে বসে বললেন, ‘ওসি সাহেব, আমার স্ত্রী হারিয়ে গেছে। দ্রুত ব্যবস্থা নিন।’
মুখ তুলে ওসি সাহেব জানতে চাইলেন, ‘কবে?’
‘এক মাস আগে’
‘এত দিন পরে এসে অভিযোগ করছেন কেন?’ বললেন ওসি।
‘না মানে, গতকাল পর্যন্ত আমার মনে হয়েছে, আমি স্বপ্ন দেখছি।’
পূর্ববর্তী:
« স্বপ্ন ও তার অর্থ
« স্বপ্ন ও তার অর্থ
পরবর্তী:
স্বপ্ন পূরণ »
স্বপ্ন পূরণ »
Leave a Reply