কথা হচ্ছিল তিন সমর্থকের মধ্যে। নিজেদের দলের ব্যর্থতা নিয়ে কথা বলছিল তারা।
প্রথম সমর্থক: কত দিন হয়ে গেল, আমরা জয় দেখি না। সব দোষ দলের ম্যানেজারের। সে যদি ভালো খেলোয়াড়দের দলে নিত, আজ এ অবস্থা হতো না।
দ্বিতীয় সমর্থক: নাহ। দোষটা খেলোয়াড়দের। তারা নিয়মিত অনুশীলন করে না। নিজেদের ঠিকমতো তৈরি করতে পারলে তারা ঠিকই জয় পেত।
তৃতীয় সমর্থক: আমি মনে করি, দোষটা আমার বাবা-মায়ের। তারা যদি এই শহরে না থেকে অন্য কোথাও থাকত, আমিও নিশ্চয়ই অন্য কোনো দলের সমর্থক হতাম। অন্তত জয়ের দেখাটা পেতাম!
Leave a Reply