PK- একটা ভগবান দাওনা ভাই।
মূর্তি বিক্রেতা- কোনটা দেবো? ২০, ৫০, নাকি ৫০০ টাকা দামেরটা?
PK- পার্থক্য কোন জায়গায়?
বিক্রেতা- সাইজে পার্থক্য। বাকি সব একই।
অতঃপর দোকানদার তাকে ভগবানের একটা মূর্তি হাতে ধরিয়ে বিদায় করলো…
কিছুক্ষণ পর PK মূর্তিরুপী ভগবানের কাছে প্রার্থনা করে বিফল হল। সে আবার দোকানদারের কাছে গেল-
PK- ভাইসাব। এই ভগবানের ব্যাটারী খতম হয়ে গেছে নাকি? একটু আগে কাজ করলো, তারপর লুল হয়ে গেল…
বিক্রেতা- মানে কি?
PK- মানে…নতুন ব্যাটারী লাগিয়ে দাও…কোথায় লাগাতে হয়?
বিক্রেতা- আরে ভাই! এটাতে কোন ব্যাটারী লাগাতে হয় না।
PK- তাহলে কাজ করছে না কেন? ম্যানুফ্যাকচারে ত্রুটি আছে নাকি?
বিক্রেতা- ত্রুটিপুর্ণ জিনিস আমরা বানাই না ভাই।
PK- (অবাক হয়ে) এই ভগবানকে আপনি বানিয়েছেন!?
বিক্রেতা- জ্বি হ্যাঁ!! আমার নিজের এই দুই হাত দিয়ে …
PK- আপনি ভগবানকে বানিয়েছেন নাকি ভগবান আপনাকে বানিয়েছে?
বিক্রেতা- ভগবান তো আমাদের সবাইকে বানিয়েছেন। আমরা তো কেবল তার মূর্তি বানিয়েছি।
PK- কেন বানালেন?
বিক্রেতা- যাতে আমরা তার পূজা করতে পারি। আমাদের সুখ দুঃখের কথা বলতে পারি…
PK- মূর্তির ভেতরে কি ট্রান্সমিটার লাগানো নাকি…ভগবানের কাছে কথা পৌছায় কেমনে?
বিক্রেতা- আরে! ভগবানের কোন ট্রান্সমিটারের প্রয়োজন নেই। উনি তো এমনিই সব কথা শুনতে পারেন।
PK- এমনিতেই শুনতে পায় তাহলে এই মূর্তির কি দরকার?
বিক্রেতা- আমাদের ধান্ধা (ব্যবসা) বন্ধ করাতে চাও নাকি? সমস্যা কি তোমার?
[Source- PK Movie]
Leave a Reply