গ্রীষ্মের ছুটিতে কটা দিন নিরিবিলিতে কাটাবেন বলে বনের ভেতর একটা হোটেলে উঠলেন সরদারজি। দেখা গেল, দুদিন হোটেলে থেকেই বাক্সপেটরা নিয়ে বাড়ির পথ ধরেছেন তিনি।
ছুটে এল হোটেল ম্যানেজার, ‘স্যার, আপনার তো এক সপ্তাহ থাকার কথা। আগেই চলে যাচ্ছেন যে? আমাদের আপ্যায়নে কোনো ত্রুটি হয়নি তো?’
খেঁকিয়ে উঠলেন সরদারজি, ‘ধুত্তোরি! এটা কোনো হোটেল হলো? বনের ভেতর কোথায় আপনারা একটু নিরিবিলিতে থাকার ব্যবস্থা করবেন, তা না। ভোর সকালে পাশের ঘরের লোকটা এত জোরে টিভি চালিয়ে রাখে, যে আমার হারমোনিয়ামের শব্দ আমি নিজেই শুনতে পাই না।
পূর্ববর্তী:
« নিরামিষাশী কবি
« নিরামিষাশী কবি
পরবর্তী:
নির্বাচনে নির্বাসন – মাসুদুল হক »
নির্বাচনে নির্বাসন – মাসুদুল হক »
Leave a Reply