জোকস ১:
আন্দালিবের আম্মা এক শব-ই-কদরের রাতে প্রার্থনা করে পুত্রসন্তান চেয়েছিলেন, আন্দালিবের বাবাও একইরাতে চেয়েছিলেন কন্যাসন্তান। এই রাতে আল্লাহ কাউকে একেবারে নিরাশ করেন না। তাই বাবা-মা দুজনকে খুশি করে হিজরা/তৃতীয় লিঙ্গ আন্দালিব রহমান পার্থকে উপহার দিয়েছেন।
জোকস ২:
সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন মসজিদে শুনেছেন এই রাতে হাজার রাতের প্রার্থনার সমান সওয়াব পাওয়া যায়। তিনি ভাবলেন আমি প্রার্থনা করে একটা পদ্মা সেতু চাই, তাহলে একটার পরিবর্তে এক হাজার পদ্মা সেতু তৈরী হয়ে যাবে। প্রার্থনা কবুল ঠিকই হয়েছে, কিন্তু দেখা গিয়েছে এক হাজার পদ্মা সেতুর পাশাপাশি এক হাজার পদ্মা নদীও তৈরী হয়েছে এইটুক বাংলাদেশে!!! মাটি বলতে আর কিছু নেই! আবুল হইলে যা হয় আর কি! লোকটার মন-মানসিকতা খারাপ ছিলোনা কিন্তু একটু আবুল।
জোকস ৩:
ইনুছ সাব এক শব-ই-কদরে চিন্তা করেছিলেন এই রাতে পূন্য করলে হাজার গুন সওয়াব পাওয়া যায় কিন্তু পাপ করলে তো আর হাজার গুন শাস্তি হবেনা। তাই তিনি প্রার্থনা করলেন তার ব্যঙ্কের গ্রাহক যেন দ্বিগুন হয়ে যায়। অথচ গ্রাহক বেড়ে গেলো হাজার গুন। এরপর থেকে ইনুছ সাব যে পরিমান সুদ খান তার এক হাজার ভাগের এক ভাগ পাপ হয়, বাকিটা হিসেব হয়না। কারন তার তো কোন দোষ নাই। সুদ খেতে চেয়েছিলেন দ্বিগুণের কাছ থেকে, আল্লাহ হাজার গুন বেশি দিয়েছে কেন!!!
জোকস ৪:
এরশাদ চাচা প্রার্থনা করে একটা কচি মেয়ের সান্নিধ্য চেয়েছেন। কিন্তু এ রাতে সব কিছুই যে বেশি বেশি পাওয়া যায় সেটা খেয়াল নেই। মেয়ে এমন কচি যে সারারাত ডায়াপার চেইঞ্জ করে আর ফিডার খাওয়ানোতেই চাচার ব্যস্ত থাকা লাগছে।
জোকস ৫:
সাইদী জেলখানায় বসে প্রার্থনা করছে তার কলিজুকে যেন এক রাতের জন্য জেলখানায় এনে দেয়া হয়। ওদিকে সাইদির কলিজু প্রার্থনা করছে সাইদিকে এক রাতের জন্য জেলখানা থেকে যেন তার বাসায় নিয়ে আসা হয়, নিজ হাতে সাইদিকে খাওয়াবেন! আল্লাহ এ রাতে কাউকেই নিরাশ করেন না। তাই সাইদির সে রাত কেটেছে কলিজুর বাসায় আর কলিজু রাত কাটিয়েছে জেলখানায়!
[সূত্র : ফেসবুক]
Leave a Reply