এক ভদ্রলোক গোপালের কর্মচারীর কাছে এসে বললে, আপনাদের বাবু নাকি কানে খাটো? ধান শুনতে গান শুনে কানে হাত দিয়ে তান ধরেন? এই বলে সে দমভরে হাসতে লাগল।
কর্মচারীটি তখন বললে, একটু আস্তে কনমশাই। বাবু পাশেই বসে আছে, শুনতে পারলে সর্বনাশ হবে। আপনার কাছে মোটেই ভাল তা ঠেকবে না। গায়ের ঝাল মিটিয়ে গাল দিয়ে আপনাকে পয়মাল করে ছেড়ে দেবে।
ভদ্রলোক তখন চোখে সর্ষেফুল দেখতে থাকে।
পূর্ববর্তী:
« খারাপ গৃহশিক্ষক
« খারাপ গৃহশিক্ষক
পরবর্তী:
খারাপ দিক »
খারাপ দিক »
Leave a Reply