গোপালের মেয়ের প্রথম সন্তান হবে। গর্ভবতী অবস্থায় গোপালের মেয়ে গোপালের বাড়িতে সন্তান প্রসবের জন্য এসেছিল। রাতে শুতে যাবার আগ মেয়ে মাকে বললে আমার আজ বড্ড ঘুম পাচ্ছে, আমি শুতে যাচ্ছি-আমার যখন প্রসব বেদনা উঠবে, তখন তুমি আমায় জাগিয়ে দিতে ভুল কর না যেন মা।
মেয়ের এই কথা শুনে গোপালের স্ত্রী হেসে বললে, প্রসব বেদনা উঠলে আমায় আর কষ্ট করে তোমাকে জাগাতে হবেনা মা তুমিই সকলকে জাগিয়ে পাড়া মাতিয়ে তুলবে। তুমি এখন নিশ্চিন্তে মনে ঘুমুতে পার।
পূর্ববর্তী:
« আমারটাও তো মরে গিয়েছিলো
« আমারটাও তো মরে গিয়েছিলো
পরবর্তী:
আমি আবার চাঁদের দিকেই তাকাই »
আমি আবার চাঁদের দিকেই তাকাই »
Leave a Reply