গোপাল একদিন যেতে যেতে দেখে একটি চোর চুরি করে পালিয়ে যাচেছ। গোপালের সামনে দিয়েই চোর বামালসুদ্ধ পালিয়ে যাওয়াতে গ্রামবাষীরা গোপালের নামে রাজার কাছে নালিশ করল গোপাল চোরকে সামনে দেখেও ধরতে পারল না এর কারণ কি?
রাজা গোপালকে জিজ্ঞাস করলেন, চোর ধরতে পারলে না কেন গোপাল? দেখছ- তোমার সামনে চোর, লোকজনও পিছনে পিছনে ছুটছে। তোমার আগে ধরা উচিত ছিল।
গোপাল কাচুঁমাচু করে বললে হুজুর, কি করে চোর ধরব আমার দুহাতেই যে জোড়া ছিল। এক হাতে ইলিশ মাছ আর এক হাতে ছিল যে দই, কি করে ধরি বলুন। রাজা না হেসে পারলেন না। সত্যিই গোপাল কি করে চোর ধরবে।
পূর্ববর্তী:
« হাত দিয়ে জল গলে না
« হাত দিয়ে জল গলে না
পরবর্তী:
হাতঘড়ি »
হাতঘড়ি »
Leave a Reply