গোপালের এক প্রতিবেশী চৈত্র মাসে পুকুর কাটিয়ে বললেন, চৈত্র মাসে পুকুর কেটে রাখলুম, বর্ষাকালে জলে ভরে যাবে থৈ থৈ হয়ে যাবে। আর জলের কষ্ট থাকবে না আমাদের। কিন্তু রাতের বেলা তিনি যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন আচমকা বৃষ্টি হওয়ায় পুকুরের খানিকটা জল জমে গেল। ভদ্রলোক সকাল বেলা পুকুরপাড়ে এসে পুকুর জল দেখে গোপালকে ডেকে বললেন, একি ব্যাপার বলুন তো। জল কোথা থেকে এল? আমার ত কিছুই মাথায় আসছে না।
গোপাল তখন বলল, এ যে দেখছি মেঘ না চাইতেই জল। বোধ হয়, আপনার ভক্তির ভেক দেখে।
পূর্ববর্তী:
« মেক-আপ ম্যান
« মেক-আপ ম্যান
পরবর্তী:
মেঘনাদবধ কাব্যের পাঠক »
মেঘনাদবধ কাব্যের পাঠক »
Leave a Reply