একবার এক ভটচার্জি বামুনের সঙ্গে গোপালের জোর তর্ক বাধে। বামুন গোপালের ওপর প্রচন্ড রেগে গিয়ে বললে মরে গেলে আমি স্বর্গে যাব- আর তুই মরলে নরকে যাবি গোপাল, বামুনের মুখের উপর তর্ক করে এমন মিথ্যে বলার ফল ফলবে।
গোপাল মুচকি হেসে বামুনকে বললে, স্বর্গে যাবার ভাড়া কত তা জানেন? স্বর্গে যাব বললেই যাওয়া হয় না, মুরোদ থাকা চাই।
স্বর্গে যাবার জন্য আবার ফেরি ভাড়া দিতে হয় নাকি?
বা রে, নৌকো ভাড়া না করলে আগেই পড়ে বৈতরনী। সে নদি পার হবেন কি করে? যান আগে কড়ি যোগাড় করুন, তবে তো স্বর্গে যাবেন। বরং নরকে তলিয়ে যাওয়া সোজা, আরামের।
পূর্ববর্তী:
« স্বর্গের নামকরণ
« স্বর্গের নামকরণ
পরবর্তী:
স্বর্ণযুগের দিকে »
স্বর্ণযুগের দিকে »
Leave a Reply