রাস্তা দিয়ে গোপাল একদিন যাচ্ছিল, যেতে যেতে দুজন ভদ্রলোকের সঙ্গে হঠাৎ পথেই দেখা। একজন গোপালের চেনা জানা, সেই ভদ্রলোক গোপালকে অন্য ভদ্রলোকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বললেন, ইনি একজন বিরাট পন্ডিত ইনি তোর মত ষাঁড়ের গোবর নন, এর নাম পন্ডিত দিগগজ ভট্টাচার্য্ । একেবারে বিদ্যের আস্ত একখানা জাহাজ আর মধ্যে আছে। ভদ্রলোকের কথা শুনে গোপাল মুচকি হেসে বললে, জাহাজ তো এখানে কেন? সাগর জলে ভাসিয়ে দিন না তা হলে।
পূর্ববর্তী:
« বিদ্যের জাহাজ
« বিদ্যের জাহাজ
পরবর্তী:
বিধানসভা ও স্বাধীনতা »
বিধানসভা ও স্বাধীনতা »
Leave a Reply