বদর মোল্লার মা একদিন গোপালের কাছে এসে কান্নাকাটি করে বললে, আমি একন কি করি, ছেলেটা কাল রাগ করে চলে গেছে, আজও বাড়ি ফেরেনি। ওই তো আমার একমাত্র ছেলে। টাকা পয়সা যা চাইছিল আমি দেব না বলতে রেগে চলে গেছে।
গোপাল মোল্লার মাকে সান্ত্বনা দিয়ে বললে, মোল্লা যখন বেশিদূর যেতে পারবে না। মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্তই। এর বেশি সে কোথায় আর যাবে? সত্যি সত্যিই গোপালের কথা ঠিক হল।
পূর্ববর্তী:
« মোরগের পাড়া ম্যাজিক ডিম
« মোরগের পাড়া ম্যাজিক ডিম
পরবর্তী:
মোশে বনাম পোপ »
মোশে বনাম পোপ »
Leave a Reply