গোপালের বাবার শ্রাদ্ধের দিন পাওনা গন্ডা কম পাওয়ার জন্য অসন্তুষ্ট হয়ে বামুন ঠাকুর বললেন, তুই বেটা অপঘাতে মারা যাবি। আমাকে ঠকানো? আমার কথা ফলে কি না দেখ।
গোপাল সে কথা শুনে নির্বিকারভাবে বললে, আমার তো তবু মৃত্যুর যা হোক একটা কিনারা হলো, কিন্তু আপনাকে যে যমেও ছোঁবে না ভটচার্জি মশাই। শেষ পর্যন্ত আপনার কি দশা হবে ভেবে দেখেছেন ঠাকুরমশাই? সময় থাকলে ভাবুন।
পূর্ববর্তী:
« যমজ
« যমজ
পরবর্তী:
যা চলে তাই গাড়ি – তারাপদ রায় »
যা চলে তাই গাড়ি – তারাপদ রায় »
Leave a Reply