গোপাল একদিন হাটে গেছিল। হঠাৎ জানাশুনা একজনের সঙ্গে দেখা হয়ে গেল। হাটের মাঝখানে সেই ভদ্রলোক তার ছয় ছেলের সঙ্গে গোপালের পরিচয় করিয়ে দিয়ে বললে বড় ছেলের ডাকনাম-আলু, মেজ ছেলের ডাকনাম-পটল, তৃতীয় ছেলের ডাকনাম রেখেছি ঝিঙ্গে, চতুর্থ ছেলের ডাকনাম রেখেছি কাঁচকলা আর পঞ্চম ছেলের ডাকনাম রেখেছি উচ্ছে, ষষ্ঠ ছেলের নাম সজনে। ভদ্রলোকের কথা শুনে গোপাল হেসে বললে, অতো নামানামি না করে একসঙ্গে সুক্তো ডাকলেই পারতেন।
পূর্ববর্তী:
« সুইমিং পুলের জন্য চাঁদা
« সুইমিং পুলের জন্য চাঁদা
পরবর্তী:
সুখ »
সুখ »
Leave a Reply