মহারাজ একদিন গোপালকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, গোপাল, টাকা যদি গোল না হয়ে চৌকা হতো, তবে কেমন হত? এতে ভাল মন্দ কি দাঁড়াত বলত শুনি।
গোপাল চিন্তা করে বলল- গোলের জন্য যত গন্ডগোল। এই বলে গোপাল বললো, চৌকো হলে আকারের গোলত্বটাই ঘুচতো মহারাজ, কিন্তু অন্যিদেক যে সব গোল আছে, তা তো আর ঘুচতো না। তার ব্যাখ্যা আমি দিচ্ছি শুনুন।
মহারাজ বললেন, অন্যদিকে আবার কি গোল? গোপাল বললে, পৃথিবী চারদিকেই গোল। টাকা দিতে গোল, পেতে গোল, হিসাবে গন্ডগোল, হারালে সোর গোল। যার টাকা আছে সে ছাগলের মত সবেতেই মুখ দিয়ে বেড়ায়, আর যার নেই সে পাগলের মত সারাদিন ঘুরে বেড়ায়। টাকার শোকে ব্যাকুল নয়, এমন দেশ ভূগোলে নেই, গোলোকেরও এমন লোক আছে কি নেই মহারাজ শুনলেন ত গোলের মাহাত্ম্য। মহারাজ শুনেই একেবারে হতভম্ব। গোপাল ভাঁড় সত্যিই তোমার তুলনা তুমিই। তোমাকে বাহবা না দিয়ে পারছি না।
পূর্ববর্তী:
« গোল তো হয় ক্রিকেট খেলায়
« গোল তো হয় ক্রিকেট খেলায়
পরবর্তী:
গোল সম্পর্কে ধারণা »
গোল সম্পর্কে ধারণা »
Leave a Reply