ছোটবেলায় গোপাল যেমনি বাঁদর, তেমনি ডানপিটে ছিল। গোপালকে কথায় কেউ হারাতে পারত না। একদিন ছেলেদের সঙ্গে গোপালের এড়ে তর্ক হয়। তর্কাতর্কি বাড়তে দেখে গুরুমশাই গোপালকে বললেন, তুই একটা আস্ত গাধা। তোকে নিয়ে আর পারা গেল না। গোপাল সঙ্গে সঙ্গে উত্তর দিল, গুরুমশাই এর যা কাজ, গাধা পিটিয়ে ঘোড়া তৈরি করুন। গুরুমশাইকে বোকা বনতে দেখে চোখে চাপা হাসি ভরে ছেলেরা এ ওর মুখের দিকে চাইতে লাগল।
পূর্ববর্তী:
« গাধা না তো কী
« গাধা না তো কী
পরবর্তী:
গাধাকে মানুষ »
গাধাকে মানুষ »
Leave a Reply