গোপাল একদিন মহারাজকে বলল, মহারাজ আরব মহাদেশের এক দ্বীপে একটি প্রথা আছে। সেখানে লোক মরলে তার কবরের ভিতর টাকা দেওয়া হয়। কারণ ষুঘ না পেলে তো স্বর্গে ঢুকতে দেবে না; তা ছাড়া তার কাপড়ের ভিতরে পাদ্রীর একখানা প্রশংসাপত্রও দেওয়া হয়। মৃত ব্যক্তি যে সাধুসজ্জন ছিল, সে স্বর্গে যাওয়ার যোগ্য পাত্র, তাই লেখা থাকে সে পত্রে। যেমন প্রশংসাপত্র আর ঘুষ, এ দুটো না হলে কোনও চাকরি হয় না পৃথিবীতে স্বর্গে যেতে হলেই বা তা লাগবে না কেন? অতএব মহারাজ আমি মরলে আমাকেও আপনি সার্টিফিকেট দেবেন যাতে স্বর্গ যেতে পারি। আপনার সার্টিফিকেটের জোরেই আমি স্বর্গে যেতে পারব- আপনি ভাল করে যমরাজকে লিখে দেবেন, যাতে আমর স্বর্গে ঢুকতে কোনও অসুবিধা না হয়। মহারাজ ও সভাসদরা হেসেই খুন গোপালের কথা শুনে।
পূর্ববর্তী:
« স্বরলিপি কী
« স্বরলিপি কী
পরবর্তী:
স্বর্গের নামকরণ »
স্বর্গের নামকরণ »
Leave a Reply