গোপালের পিতৃ-বিয়োগ হয়েছে। তার গলায় কাছা দেখে এক কান্ডজ্ঞানশূণ্য ভট্টাচার্য তাকে পরিহাস করে বললেন, আহা গোপাল। তোমাকে এ অবস্থায় দেখে আমি আর স্থির থাকতে পারছি না। তোমার দুঃখ দেখে আমার কান্না পাচ্ছে। গোপাল সঙ্গে সঙ্গেই উত্তর করল, পাবেই তো! আমার বাবা কখনো মিথ্যে বলতেন না, সৎলোক ছিলেন কিনা। তিনি বলে গিয়েছেন, আমি মলে তোর দুঃখে শেয়াল কুকুর কাঁদবে। অতএব আপনার মত লোক কাঁদবে না ত কে কাঁদবে।
পূর্ববর্তী:
« গোপালের চোর ধরা
« গোপালের চোর ধরা
পরবর্তী:
গোপালের বিয়ে এবং পাঞ্জাবী বিভ্রান্ত »
গোপালের বিয়ে এবং পাঞ্জাবী বিভ্রান্ত »
Leave a Reply